Wellcome to National Portal
সশস্ত্র বাহিনী বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st ডিসেম্বর ২০২১

জাতিসংঘের শান্তি অভিযানে বাংলাদেশের মহিলা অংশগ্রহণ

বাংলাদেশ সশস্ত্র বাহিনী মাঠ মিশনের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে নারীদের শান্তিরক্ষী হিসেবে নিয়োগ করে নারীর ক্ষমতায়ন এবং জেন্ডার মূলধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মোট ৫১২ জন নারী শান্তিরক্ষী জাতিসংঘ শান্তি অভিযানে অংশগ্রহণ করেছে। বর্তমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৩৯ জন নারী সদস্য বিভিন্ন শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে।
 
3 MONUSCO, BANHQ SP SIG COY 13 (6)

 
3 MONUSCO, BANHQ SP SIG COY 13 (6)




 
জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে 18% স্টাফ অফিসার এবং সামরিক পর্যবেক্ষক মোতায়েন করার লক্ষ্য নির্ধারণ করেছে। বাংলাদেশ ইতিমধ্যে 18%-এর কাছাকাছি পৌঁছেছে এবং সামনের দিনগুলিতে মহিলাদের অংশগ্রহণ 18% ছাড়িয়ে যাবে। এছাড়াও, বাংলাদেশ সেনাবাহিনী 2019 সালের জানুয়ারি থেকে ব্যাটালিয়নে "মহিলা এনগেজমেন্ট টিম" অন্তর্ভুক্ত করা শুরু করেছে এবং জাতিসংঘ শান্তি অভিযানে পরবর্তী সকল প্রধান কন্টিনজেন্টে এটি মোতায়েন অব্যাহত রাখবে।
 
 
Air Traffic Services by a BAF Female Officer in DR Congo